Wellcome to National Portal

উপজেলা সমবায় কার্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর এর ওয়েবপোর্টাল  পরিদর্শন করার জন্য আপনাকে স্বাগতমধন্যবাদ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

উপজেলা / মেট্রোপলিটন থানা/জেলা সমবায়কার্যালয়

 

১. জেলা সমবায় কর্মকর্তা

২.  উপজেলা/মেট্টোপলিটন থানা সমবায় অফিসার

. সহকারীপরিদর্শক

১. জেলা সমবায় কর্মকর্তা

. উপজলা/মেট্টোপলিটন থানাসমবায় কর্মকর্তা

 

২৫-৬০দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

সরকারি কর্মসূচির আওতাভুক্ত নয় এরূপসমবায় সমিতি অর্থ্যাৎ সাধারণ জনগণ ২০জন মিলে একটি প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন জেলা সমবায় অফিসার প্রদান করে থাকে। এইরূপসমবায় সমিতি নিবন্ধন পেতে হলে  নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে:

 

     সাধারণ জনগণ ২০ জনের আবেদন এবং সমবায় সমিতি নিবন্ধন নীতিমালা,২০১৩ অনুযায়ী সংশ্লিষ্ট কাগজপত্র উপজেলা সমবায় অফিসে দাখিল করতে হবে। উপজেলা সমবায় অফিসার দাখিলকৃত রেকর্ডপত্র নিজে অথবা সহকারী পরিদর্শক কর্তৃক সরেজমিনে যাচাই করবেন। যাচাই শেষে উপজেলা সমবায় অফিসার যাচাই প্রতিবেদন এবং আবেদনকারী কর্তৃক দাখিল রেকর্ডপত্র জেলা সমবায় অফিসার বরাবরে প্রেরণ করবেন।

 

জেলা সমবায় অফিসারের নিবন্ধনের বিষয়ে আপত্তিনা থাকলে নিবন্ধন প্রদান এবং নিবন্ধন সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র সংশ্লিষ্ট অফিস ও আবেদনকারী নিকট প্রেরণ করবেন।

 

    নিবন্ধনের আপত্তি থাকলে তাঁর কার্যালয়ের পরিদর্শক কর্তৃক সরেজমিনে তদন্ত করাবেন এবং তদন্ত প্রতিবেদনের আলোকে নিবন্ধন প্রদান অথবা রেকর্ডপত্র সংশোধনের জন্য বা নিবন্ধন না মঞ্জুর করে নিবন্ধন সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র সংশ্লিষ্ট উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে আবেদনকারী নিকট প্রেরণ করা হয়ে থাকে।

সেবা প্রাপ্তির শর্তাবলি

নিম্নলিখিত আইন/নীতিমালায় বর্ণিত শর্তাবলি:

১. সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত, ২০০২ ও সংশোধিত, ২০১৩)

২. সমবায় সমিতি বিধিমালা, ২০০৪

. মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১

৪. সমবায় সমিতি নিবন্ধন নীতিমালা, ২০১৩

প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনপত্র ৩৪৫.০০ (তিনশত পয়তাল্লিশ) টাকা (৩০০.০০ টাকা নিবন্ধন ফি এবং ১৫% ভ্যাট ৪৫.০০)

. সদস্যদেরস্বাক্ষরযুক্ততিনপ্রস্থউপ-আইন

. সাগঠনিকসভারকার্যবিবরনী

. আয়-ব্যয়েরহিসাব

. দুইবছরেরপ্রাক্কলিতবাজেট

. জাতীয়পরিচয়পত্র/নাগরিকত্বেরসনদ

. আইনানুসারেঅঙ্গীকারনামা

. বাড়িভাড়ারচুক্তিপত্র

. প্রস্তাবিতব্যবস্থাপনাকমিটিরসদস্যদেরছবিসহনামেরতালিকা

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

৩৪৫.০০ (তিনশত পয়তাল্লিশ) টাকা (৩০০.০০ টাকা নিবন্ধন ফি এবং ১৫% ভ্যাট ৪৫.০০)

সংশ্লিষ্ট আইন-কানুন/ বিধি-বিধান/ নীতিমালা

সমবায় সমিতি আইন,২০০১ (সংশোধিত,২০০২ ও সংশোধিত,২০১৩), সমবায় সমিতি বিধিমালা,২০০৪, সমবায় সমিতি নিবন্ধন নীতিমালা, ২০১৩ এবং মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

যুগ্ম-নিবন্ধক. বিভাগীয়সমবায়কার্যালয়

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

) নাগরিক পর্যায়

সমবায়আইনওবিধিসর্ম্পকেসদস্যদেরস্বচ্ছধারণানাথাকা,

সমিতিররেকর্ডপত্রযথাযথভাবেলিপিবদ্ধনাকরা

) সরকারি পর্যায়

  •  

বিবিধ/অন্যান্য